চারিদিকে উৎসব মারমার কাটকাট
সমারোহে চলছে দুর্নীতি লুটপাট।
জেলের কর্তা করে মাদকের কারবার
তল্লাশে আশি লাখ পাওয়া গেল ঘরে তার।
পুলিশের নামধারী ইয়াবার চালানী
ছু'লে তার টিকিটি দিতে হবে সালামি।
বস্তায় টাকা থাকে মন্ত্রীর গাড়িতে
বিদেশে বিলাসী লজ, জনতা হা-ভাতে।  
বনরাজ রাখে টাকা বালিশের ভেতরে
গাছ গিলে বদহজম হয় তার উদরে।
দুদুকেও কী-যে হয়, ভূত থাকে সরিষায়
ঘুষ খেয়ে হুশ নাই চাকুরিটা যায় যায়।
মেশিনারী না কিনে বিল করে বেশুমার
স্বাস্থ্য মন্ত্রকে যত ভেলকির কারবার।
ব্যাংকের ঋণ নিয়ে পাড়ি দেয় বিদেশে
কেউ হয় দেউলিয়া, মেরে দেয় টাকা সে।
বছরের সেরা গুনী পাওয়া গেল রূপপুর
পুকুর চুরিতে নাই উহাদের জুড়িদার।
সরকারী ইমারতে তোলা হলো মালামাল
তাহার খরচ দেখে সারা দেশ বেসামাল।
অসহায় জনগণ আঙ্গুল চুষছে
কেউ কেউ রাগে-দুঃখে হতাশায় ফুঁসছে!

০৭.০৮.২০১৯
মিরপুর, ঢাকা