শোধিতে পারিনি কাড়ি কাড়ি দায়
আমার পূর্ব পুরুষের কাছে
যারা আমায় হাত ধরে এনেছে মর্ত্যলোকে
কিছুকাল এ মহীর রূপ-রস-গন্ধ নিতে
আমি ঋণী নির্মল অনিলের কাছে
যে আমায় প্রাণ দিয়েছে প্রতি পলে; নি:শ্বাসে
করুণার হাত বাড়িয়েছে যে অর্যমা
ছড়ায়ে দীপ্তি দাহের অনুকণা
আমার সনির্বন্ধ দেনা তার কাছে
যে অর্ণব নীরে ধরেছি এ প্রাণ
আজন্ম চলেছি বয়ে রাশি রাশি ঋণ
ক্ষমা করো হে বিশ্ব বিধাতা
আমি যে চির অর্বাচীন!

১৭.০২.২০১৭