কষ্টগুলো এলো ধেয়ে ঝঞ্ঝা মুখর রাতে
শাখাগুলো ভাঙ্গলো তরুর ছিন্ন পাতার সাথে।
কষ্ট জলে সাঁতার কাটি কষ্টে বাঁধি ঘর
কষ্টগুলো আগলে রাখি না হয় যেন পর।
কষ্ট দিয়ে মুর্তি গড়ি কষ্টে জুড়াই প্রাণ
কষ্ট মেখে রংতুলিতে আঁকি এই জীবন।
কষ্ট দিয়ে বাজাই বাঁশি কষ্টে বাঁধি সুর
তন্দ্রাহারা রাতগুলো যে কষ্টে ভরপুর।
সুখগুলো সব উড়িয়ে দিয়ে কষ্ট খাঁচায় পুষি
হাসির মাঝে কষ্ট লুকাই দুঃখ পেয়েই খুশি।
দিন ফুরালে ঘুমের দেশে যখন দেবো পাড়ি
কষ্টগুলো আমার সাথে দিবে তখন আড়ি?
১৫ নভেম্বর ২০১৭