যদি ফিরে আসি নিজের কাছে
সাথে নিয়ে প্রশ্ন এমন
কী দিয়েছি মানুষের হিতের তরে
কী নিয়েছি তাহাদের ত্রাণ!
পীড়িতের যন্ত্রনা হতো উপসম
হাত ধরে যদি উঠাতাম
রাস্তায় পড়ে থাকা নিঃস্ব দু:খীর
কষ্টের কাঁদিটা নিতাম!
ফিরে গেছে হায় ভূখা ভিখারিনী
চোখে নিয়ে জল ছলছল
তবু গলেনি যে হায় পাষান পরাণ
দেখে তার দুর্দশা হাল!
খুঁজি নাই তারে পথে আছে পড়ে
কোন্ অভাগীর সন্তান
যে হতো একদিন ছায়া-তরু সম
পেতো যদি নিবিড় যতন!
১৭ এপ্রিল ২০১৮
মিরপুর, ঢাকা।