কায়া বলে ছায়া তুই কেন মিছেমিছে
থাকিস জড়ায়ে সদা মোর পাছে পাছে?
রাতের আঁধারে বেশ লুকিয়ে অধরা
দিনের আলোয় কেন বাড়াস মহড়া?
দুঃখের যাতনা চেপে মনের গভীরে
দেখাই সুখের হাসি, লাজে তোর তরে!
নিরবে একাকী থাকি, চাই সরে যেতে
তুই কেন সাথী হ'স আমায় জ্বালাতে?


পাপের কলস মোর গোপন কুঠুরি
সেখানে মারিস উঁকি এত বাড়াবাড়ি!
লুকিয়ে লুকিয়ে করি যত বদ কাজ
তুই শুধু সাক্ষী হয়ে বাগড়া বাঁধাস!
কী-যে করি, ভেবে মরি বিবেকের কাছে
ছায়া যে ছাড়েনা মোরে রয় পাছে পাছে!