একদা এক কাকের মাথায় দুষ্ট বুদ্ধি এলো
ময়ূর সাজে সাজলে পরে হতো বড় ভালো।
ময়ূর ব্যাটা কেমন দ্যাখো পুচ্ছ তুলে নাচে
তাকে দেখে খুশি সবাই-হাততালি দেয়, হাসে।
আমার বেলায় মানুষ কেন মুখ ফিরিয়ে রয়
স্বরটা না হয় না-ই বা মধুর কী-বা আসে যায়।
কালো বলে কেউ আমাকে নাই বা নিলো পাশে
বর্জ্য খেয়ে সাবাড় করি-সেটাই বা কম কী-সে?
লোকে যতই 'কাউয়া' বলুক নেই শরম লাজ
এই উপমা ঘুচাব আজ পড়ে মাথায় তাজ।
গভীর রাতে ময়ূর যখন সুখে নিদ্রা যায়
কাক তখনই ময়ূর-পালক চুরি করে নেয়।
জোড়া লাগায় রঙ্গিন পালক আপন ডানার ভাঁজে
মুকুট পড়ে ঘুরে বেড়ায় নকল ময়ূর সেজে।
যাক্ ঘুচে যাক্ সব অপবাদ উঠছি এখন জাতে
দুর্মুখের ধরব টুটি যা থাকে বরাতে!
হঠাৎ তখন পেল ক্ষুধা রাত্রি প্রায় শেষ
পাশেই যে ঐ ভাগাড় আছে- বেশ তো, তা বেশ!
মনের সুখে উদর পুরে কা কা রবে ডাকে
ময়ূরগুলোর ঘুম টুটে যায়, তেড়ে আসে ঝাঁকে!
কাক তাড়াতে ময়ূরদলে ছুটল সারি সারি
ঠোকর খেয়ে নকল পালক যায় যে গড়াগড়ি!
ছেড়ে দে রে এবার মতো-কাক মিনতি করে
থাকবে মনে এই শিখন সারা জীবন ধরে।
২৬ অক্টোবর ২০১৭