নিঝুমগাঁয়ে সুবর্ণ দিন
হৃদয় জুড়ে বাজায় বীণ
যখন মনে পড়ে!
বাওকুড়ানি মাঠের প'রে
উঠতো বাতাস ঘূর্ণি ভরে
শীত গেলে যে সরে!
গাঁয়ের পাশে বটের তলা
বোশেখ মাসে বসতো মেলা
জোড়া দীঘির পাড়ে!
বাঁশের বাঁশি তুলতো সুর
মন ভুলানো সেই দুপুর
এখন কত দূরে!
বর্ষা মুখর অলস বেলা
চার চালাতে চলতো খেলা
সে-দিন গেছে ঝরে!
চাঁদনী রাতে আঙিনা 'পর
গল্প গানে জমতো আসর
ঘুম যেত যে উড়ে!
দুপুর বেলা নদীর ঘাটে
জটলা করে সাঁতার কেটে
ফিরেছি সব ঘরে!
দুরন্ত সেই কিশোর বেলা
স্মৃতির পাতায় শুধু ধূলা
হারিয়ে গেছে দূরে!
01.04.2017