খরায় পুড়ে যায় অরণ্য; মায়ামৃগ বিপন্ন দহনে
তবু চৈত্রের কাছে ফিরে আসি বারবার
নিগূঢ় সন্ধ্যায় বসে থাকি নৈবেদ্যর কাছে;
জীবনের পাদপীঠে খেলা করে এই সুখ, এই সম্ভার।
এখনো শ্রীমন্তের পাড়ে বুনো স্বপ্ন নামে
নৈঃশব্দের রাতে
জোনাকিরা উৎসবে মাতে যারপর
এখনো ঢেউগুলো উচ্ছ্বাসে ভাঙ্গে এই পাড়
বিকেলের সোনা রোদ মরে যেতে যেতে
রেখে যায় কিছু রঙ, কিছু অবসর।
জানি পৃথিবীর কোন এক কোণে
তুমি মুখ গুজে আছো
হয়তো এখনো চোখে পুরনো সে ঘোর
বহুকাল চলে গেছো এই পথ আল পথ ধরে
যদি দেখো তারে-
চিনবে না এতকাল পরে
এভাবেই পোড়ে ধূপ, প্রেম যায় মরে!
এপার ওপার করি মরি মিছে তোমারে না পাই
নিরালোকে থাকা অলখেই
যদি নামে অশনি, বজ্র নিনাদ
যাক যত ব্যথা গ্লানি দূর হয়ে যাক
এপাড়েতে ক্ষয়ে যাওয়া জরা নীড়, পুড়ে হোক খাক!