এমন কখনো যদি
ধূসর সন্ধ্যায়
অরন্যের পথ বেয়ে আসি
দিগন্তের কাছাকাছি
দেখি মেঘের ডানায়
ভেসে থাকা রং
নিঃশব্দে মুছে যায়
আঁধারের তুলির আঁচড়ে।
পল্লব ছুঁয়ে
ছুটে যায় বুনো হাওয়া
তার পথে;
গানের আড়ালে
সুর তোলে অচিন পাখি।
ঝরাপাতার মর্মর ধ্বনি বাজে
নির্জন বুনোপথে
মাথার ওপর ছড়ানো
নক্ষত্রের আকাশ;
তারই নিচে বনছায়
দাঁড়িয়ে থাকি
ফেলে আসা পথে,
মরীচিকার মায়াজালে
বন্দী, একাকী।
০৫ নভেম্বর ২০১৭