আজকাল অবচেতনে সহসাই যেন হয়ে যাই অশরীর
কৃষ্ণপক্ষের রাতে, বাতায়ন গলে পেরিয়ে যাই জনপদ-নগর
আরও দূরে অপার নীলে নীল বিস্তীর্ণ পারাবার
আমি ভেসে যাই নিরন্তর; অসীম ব্যোমে মিশে একাকার
যেতে যেতে বহুদূর, নেমে যাই নির্জন দ্বীপে; শ্রান্তি করি দূর
কী প্রশান্তি, আহা কী সুখ; আমি শুয়ে পড়ি ঘাসের উপর
উর্দ্ধে সীমাহীন আকাশ নক্ষত্রের; নীল জল খেলে চারিধার
আমি আজ পেয়ে গেছি জগতের তাবৎ শান্তির আধার!
এখানে ডাষ্টবিনে পড়ে নেই নবজাতকের নিথর শরীর
এখানে যৌতুকের অনলে কপাল পোড়ে না অভাগীর
এখানে ভাগাড়ে উচ্ছিষ্ট খোঁজে না বুভুক্ষ শিশু কঙ্কালসার
এখানে হিমের রাতে ফুটপাতে হাহাকার নেই শিশু ও নারীর
এখানে নাকে এসে ঝাপ্টা দেয় না উৎকট গন্ধ বারুদের
এখানে বাস্তুচ্যুত হতভাগ্যের লাশ ভেসে আসে না সাগর পাড়
এখানে নরপশু ছিন্ন-ভিন্ন করেনা নিষ্পাপ শিশুর শরীর
এখানে বুলেটবিদ্ধের আর্তনাদে নিস্তব্ধতা ভাঙে না রাতের
আমি ফিরব না আর, রয়ে যাব এই দ্বীপে হয়ে ফেরার
আমি দেখতে চাই বিশ্ব জুড়ে এই দ্বীপ হয়েছে প্রসার!
২৭.০৩.২০১৮
মিরপুর, ঢাকা।