জমাট কুয়াশা একদিন নিশ্চল দাঁড়িয়ে রবে হিমশৈল হয়ে
কোন এক চৈত্র-দাহে বেনোজল নেমে যাবে উপত্যকা বেয়ে।
পাষানের বুক ক্ষয়ে গিরিতলে হামাগুড়ি দেবে প্রসবন
তারই জলে ভেসে ভেসে জুড়াবো পোড়া দু'নয়ন।
ধমনীর পথ বেয়ে একদিন মিশে রবো রঙে মেহেদির
ভূজঙ্গীর বিষ পিয়ে বেদনায় নীল হয়ে যাবে এ অধর।
হাপর নিঝুম হলে আমিও একদিন কুয়াশায় হবো লীন
চুপি চুপি আঁধারে সেদিন ক্লিষ্টরা হবে অধরা বিলীন।

১২•০১•২০১৮