তোমায় চিনিতে গেল কত কত যুগ
বৈশাখের প্রলয় আকাশ
কত রূপে ধরা দিলে সন্ধ্যা সকাল
কী তোমার মোহিনী প্রকাশ!
হাসির আড়ালে ছিল প্রচ্ছন্ন গরল
বিষাদের অচেনা শহর
যে-পথ পেছনে ফেলে গিয়েছ সুদূর
যবনিকা লিখে কবিতার!
কী এমন হাহাকার বুকের ভেতরে
ফুঁসে ওঠে ফেনিল সাগর
সুখের সোনালি রথে উড়ে যেতে যেতে
বার বার ভেঙ্গেছ পাঁজর!
বিজিতা হয়েছ না-কি ঋণী পরাজিতা
হিসেবের নেই অবকাশ
অতীতের কূলে যদি ওঠে ফের ঢেউ
শুরু হোক নতুন বাহাস!
মিরপুর
১২.১২.২০১৮