মেঠো উৎসব থেমে গেলে-
ফিরে দেখি সাজবাতি লুটায় ভূতলে
হায় সোনামুখী এতদিনে-
ভুলে গেছ কখন যে ম্লান চাঁদ ন্যুব্জ হয়ে নেমে গেছে
মরা-কটালের টানে; কতকাল মনে নাই চন্দ্রমল্লিকা
তোমার করুন চোখ এখনও কি
থিতু হয়ে আসে; কোন অবকাশে-
জীবন তো একটু একটু করে সরে যায়-
ঘণ তমসায়; অযাচিত প্রলয়ের শেষে
প্রহেলিকা ঢাকে নীলিমা-তারই ফাঁকে
কিছু কাব্য হয়ে যায় পাঠ; এই বিদগ্ধ জীবনে
জানি আজ নেই কেউ-তার রস আস্বাদনে
কোনদিন জানবে না উবে গেছে বিষাদের ধূপ
দহন-ক্লান্ত দিবাশেষে কোন এক নিভৃতচারী
সে-তো ছিল গিরিতলে মৃত কোন নুড়ি
অদ্রির সাথে যার চির ছাড়াছাড়ি-সন্তাপে;
এভাবেই নিঃশেষ হবে অশরীরী প্রেম একদিন
জানবে না বহুকাল পরে-কোথা এক ঝরা পাতা
ধুলো হয়ে মিশে গেছে ঘাসের কিনারে।