দেখে দেখে আঁখি ঘোর, মর্মপীড়া
ক্ষয়ে ক্ষয়ে কত বোধ জীর্ণ জরা!
আমার রক্ত শুষে বেড়ে ওঠে বিষবৃক্ষ
তার তলে বেনিয়ারা বসায় পসরা!

মুঠোভরে কিনিবিকি করে দূরাচার
ফসল পুড়িয়ে করে চাষ আগাছার!
লুকিয়ে চোখের নিচে হাঁটে বর্ণচোরা
যেন পল্লবে ফুটে আছে ঘাতক ধুতুরা!

আমার মাটিতে পুষ্ট পিশাচ শিকারী
কী করে খামচে ধরে পুষ্পের কুঁড়ি!
দেখি তাঁর জ্বালামুখ, অবাধ বিকাশ
এভাবে উঠছে পারদ, ছোঁবে আকাশ!

৩০.০৪.২০১৮
মিরপুর, ঢাকা।