নির্ঘুম রাতের প্রহর ঝিমোয় সাথে নিয়ে অবসাদ
দৃষ্টিসীমায় বিস্তীর্ণ আকাশ; দিগন্ত ছুঁয়ে দেখি বিভ্রাট
পলাতক কৈশোর, শৈশব একে একে উঁকি মারে সব
অভিমানে আজ তারা মুক হয়ে পড়ে আছে চিৎপাট
দ্বিধাভরে অযাচিত সায়াহ্নের পথে নামে রংচটা যৌবন
এখনো ফোটে পারিজাত ফিরে পেতে ফেরারী ফাগুন।
অরনির বুক ফুঁড়ে বেড়ে ওঠে পরভূক শ্যাওলা শামর
জরা তারে দেবে না রেহাই; নিবর্হণ এমনি নিকাশ
ধুলো জমা দিনলিপির অন্দরে আঁকিবুকি সব অর্থহীন
রবে না মানসপটে ছায়ার আঁকড়ি হয়ে চির-অবিনাশ!
বেলা শেষে বাঁকে এসে মেশে সব দিবসের সরু অলিগলি
নিভু নিভু দীপ জ্বেলে ক্লান্তিতে শুয়ে রয় বিবর্ণ গোধূলি।
০৪ ডিসেম্বর ২০১৭