ত্যাড়া বদ-রুল
মানে না-তো রুল
মানুষ ঠকাতে সদা
থাকে সে ব্যাকুল।
দিন নাই রাত নাই
করে শুধু খাই খাই
পঁচা বাসি ফেলে নাকো
আরও গিলে ছাই।
গাড়ি খায় বাড়ি চায়
তারি মাঝে তাড়ি খায়
টাকা আর নারী ছাড়া
মাথা তার বিগড়ায়।
হট হলে মাথা
বলে যাকে যা-তা
ভাবে সব বদলোক
ভালো সে-ই একা।
সারাদিন ভরে
গালাগাল করে
যাকে পায় তাকে মারে
রেগে গেলে পরে।
টাক মাথাজুড়ে
ভাবনাই ঘোরে
কীকরে হাতাবে সোনা
সিঁদ কেটে ঘরে।
একদিন কড়িহীন
ফুটপাথে ছিল লীন
অভাবের তাড়নায়
ছিল সে দিশাহীন।
ঘটিবাটি নাহি ছিল
কপালটা ভালো
আঙ্গুল ফুলে তার
কলাগাছ হলো।
দিনে জপে রামনাম
রাত কাটে নির্ঘুম
রাজা হলে রুল দিয়ে
ঘুচাবে সে বদ-নাম।
ধোঁকাবাজ বদ-রুল
দুই কানে পড়ে দুল
ধরাকে সরাতে সে
থাকে সদা মশগুল।
২৩ অক্টোবর ২০১৭