দুঃসময় তখনও পিছু পিছু ধায়
এমনি গুমোট দিনে শ্বাপদের সাথে পরিচয়
সোনালি জীবন ফেলে এসেছি সেথায়
ফেরানো যাবে না তারে পুরনো বেলায় ...
চুপিসারে মধ্যাহ্ন গড়ায়
বাড়ন্ত ছায়ারা সরে সরে যায়
বিধিলিপি লিখেছিল কোন্ খেলায়
যুগ যুগ বসে আছি এক কয়েদখানায়...
যা ছিল ঐশ্বর্য্য নিলামে দিয়েছি বেচে
এক মদিরের কাছে; যার ধমনীতে কিছু
রক্তকণিকা বুনো শ্বাপদের;
যার লোলুপ চোখে ক্রুর দৃষ্টি শকুনের...
আমার শ্রমে গড়েছো তোমার বৈভব বেসাত
একদিন দিতে হবে তার কৈফিয়াত
আমার এ অশ্রুপাত তোমার জন্য হোক
অনাগত প্রলয়ের অভিসম্পাত...
১৯ নভেম্বর ২০১৭