পায়ের বৃদ্ধাঙ্গুলে ভর করে সন্তপর্ণে
বেরিয়ে যায় বিষন্ন সময়
কেউ কি দেখেছে তার পদচিহ্ন
দগদগে ক্ষত হয়ে সভ্যতার পচন ধরায়?
শ্বাপদের সূচাগ্র দন্ত নখরে বিদীর্ণ
যদি হয় শিকারের কায়
দ্বিপদের হিংস্র যষ্টির 'ঘাতে রক্তাক্ত
নারীমুখ; তফাৎ কোথায়?
বন্যতার বেদী হ'তে উপ্ত যে বীজ
বহমান মানবের শিরায় শিরায়
আজও র'য়ে র'য়ে শিকারীর কোষে
অঙ্কুরোদগম হয়; বড় অসময়।
বোধের খরা এখন খড়গ হয়ে
নেমে গেছে সমাজের ঘাড়ে
রুধিবে কে রিপুদের, জাগো হে বিবেক
জয় হোক মানুষের শ্রেষ্ঠত্বের।
০১.০৮.২০১৯
মিরপুর, ঢাকা।