যে পথে হেঁটে গেছ তুমি
সে পথ ডাকেনি তোমায়
উলুবনে যত ছড়িয়েছ ধন
ভস্ম হলো সব সঞ্চয়।
যে গীত ধরেনি প্রাণের গভীরে
বাজেনি বীণার তার
অযথা সেধেছ তারই স্বরলিপি
ভুল করে বার বার।
যে পাখি চেনেনি ফুলেল ফাগুন
কোন্ গানে সে ভরাবে কানন !
যে মরু ধূসর রয়েছ ঊষর
সেইখানে বৃথা বেঁধেছিলে ঘর!
এমিন করিয়া জীবন জুড়িয়া
উজানে বহিছে তরী
পুষ্প বিছানো পথ খুঁড়ে খুঁড়ে
করেছ বিষাদ ভারি।
অত:পর কোন এক কুয়াশার রাতে-
জলের লিখন মুছিয়া ফেলিয়া
কুহেলি পথের বাঁধন খুলিয়া
তার ফিরবার হলো বড় সাধ
তখন আকাশ জুড়িয়া রূপালি জোছনায়
ভাঙ্গিয়া গিয়াছে বাঁধ.....