নারী তোমার চোখের জলের কি মূল্য সমাজ তোমায় দিচ্ছে বলো?
দিন শেষে কোনো এক ধর্ষকের সংসার ই যেথায় তোমাকেই সামলাতে হলো।
নারী কলঙ্ক তো তোমার নয়, কলঙ্ক হয়েছে পুরুষত্ত্বের-
কলঙ্ক হয়েছে বিবেকের,কলঙ্ক হয়েছে সত্যের।
নারী তুমি ধর্ষিতা না-
তুমি তো বীরঙ্গনা।
নারী ভূলে যেও না-
তুমি ও কোনো এক ধর্ষকের মা।
তুমি তো মমতাময়ী,
ভালোবাসার পাহাড় জয়ী।
তুমি ভুলে গিয়ে আপন ব্যথা জন্ম দাও নতুন পুরুষের-
সইতে পারো নারী তুমি মাতৃত্ত্বের কষ্ট ঢের।