যাত্রাপথের যাত্রী ও আমি
-সূর্য্য হাসান কাব্য
-পড়ে যাবেন,হ্যান্ডেল টা ধরুন।(আমি)
-দয়া করে একটু সরুন।(যাত্রী)
-যাবেন কোথায়?(আমি)
-বোঝানো দায়।(যাত্রী)
-কি নাম?(আমি)
-জেনে কি কাম?(যাত্রী)
-কোথায় বাড়ি?(আমি)
-বলতে নিষেধ ভারী।(যাত্রী)
-কেনো এতো চুপ?(আমি)
-আপনি প্রশ্ন করেন খুব।(যাত্রী)
-দাঁড়িয়ে কেনো,পেছনের সিট যে ফাঁকা।(আমি)
-আপনি কথায় বড্ড পাকা।(যাত্রী)
-পেশা কি?(আমি)
-বেশি কথা বলা আপনার নেশা কি?(যাত্রী)
-পাশে চোর।(আমি)
-বাচলাম বড়জোড়।(যাত্রী)
-করছিলাম লক্ষ্য।(আমি)
-কাপছে বক্ষ।(যাত্রী)
-রাখেন নি খেয়াল?(আমি)
-এখানে যে মানব-দেয়াল।(যাত্রী)
-হবেন না ব্যাকুল।(আমি)
-আপনাকে বুঝতে করেছিলাম ভুল।(যাত্রী)