ভাইয়ের শাসন
-এই ভাইয়া শোন!
-তুই জ্বালাস ভীষণ।
-আমি যে তোর ই বোন!
-তাই তো করছি শাসন।
-ভাইয়া তুই বড্ড সরল!
-কি বলতে নিয়েছিলিস সেটা তো বল।
-একটা ছেলে আছে,আমার ভীষণ ভক্ত!
-করে নাকি বিরক্ত?
-নারে ভাইয়া,ভালোবাসে খুব।
-একদম চুপ!
-কেনো হচ্ছিস রাগ?
-ভালোবাসা ভেস্তে যাক।
-আমরা মধ্যবৃত্ত বলে?
-পরিবার টা বাবার কষ্টের টাকায় চলে।
-ভালোবাসায় কিসের অন্যায়?
-ভালো মানুষ কে?বুঝে ওঠা দায়।
-এতো কেনো ভাবছিস আমার নিয়ে বল?
-সইতে পারি না বোন তোর চোখের জল।