আমার এই জীবনে এসেছিলো অনেকেই-
তবে আজ যেনো কেউ-ই নেই;
দিয়েছিলো যারা-ই আমাকে অনেক কথা-
আর রেখে গিয়েছিলো মুগ্ধতা;
তাদের কেউ আর আসেনি আজও ফিরে-
আমার শূণ্য হৃদয় টাকে ঘিরে।
হঠাৎ কখনো কেউ ডানা মেলে উড়ে এসে-
চলে যেতো আবার দিন শেষে;
কখনো কেউ আবার প্রেমিকার ছদ্মবেশে-
এসেছিলো কাছে মুচকি হেসে;
এনেছিলো আবেগ ফুটিয়ে প্রেমেরও ফুল-
করেছিলো যে আমায় ব্যাকুল।
কখনো কখনো আমার স্বপ্ন ভাঙ্গার খেলা-
হতো যে রোজ বেলা-অবেলা;
কখনো আবার বাড়তো অদ্ভুত এক মায়া;
কমিতো যখন আলোর ছায়া।
রাত বাড়তে আমার চোখ ভিজিয়ে জলে-
জোনাকি আসতো দলে-দলে।
তবু কেউ কখনো আগে,ভালোবাসেনি আমাকে।