জীবন সে তো
কাব্যের ই মতো
যা এগিয়ে যায় কষ্ট-আনন্দে
ছন্দে-ছন্দে
বস্তুক কবিতার উপমায় থাকে হয়তো
নদ-নদী
জলাশয়-জলধি
জোয়ার-ভাটা-স্রোত
মেঘ-বৃষ্টি-রোদ
পাহাড়-পর্বত
বিহঙ্গ উড়ন্ত
বিকেল পুড়ন্ত
মিষ্টি সন্ধ্যা
শিমুল-রজনীগন্ধা
আধার-কালো
মন্দ-ভালো
ভাব-মন্তব্য
পরিণাম আর শেষ গন্তব্য
আর জীবনের উপমায় থাকে অবিরত
কঠিন বাস্তবতা
স ত্যের সরলতা
সপ্ন-অভিলাষ-আশা
ঘৃণা ভালোবাসা
ঘটনা-দূর্ঘটনা
গুজব-রটনা
বেদনা-যাতনা
সুখ-স্বান্তনা
অসহায়তা-দাম্ভিকতা
আর রহস্য সদা
লালসা-লোভ
আফসোস ক্ষোভ
যার পরিণাম আখি মুদে(বন্ধ করে)
প্রাণের মৃত্যতে।।।।।।