হাজার ও বন্ধুর ভিড়ে-
পেয়েছি তোকে ফিরে;
ওহে প্রিয় বন্ধু আমার-
অমরত্ব ভালোবাসার।
কখনো-ই দেখি নি তোকে আমি হতে ভীষণ রাগ-
ছোট্ট বেলার সেই বন্ধু তুই আমার নামে "সোহাগ";
কতো না ছিলো দুষ্টুমি ভরা অল্প-স্বল্প গল্প কথা-
দূরে আছিস তবু যেনো মোর হৃদয়েই বাঁচিস সদা।
এক পৃথিবীর মাঝে তবু মোদের এ ভিন্ন জীবন যাপন-
বন্ধুত্বের জন্য করেছি তোকে আমি বড্ড-ভীষণ আপন;
হঠাৎ-ই মনে পড়ে যায় সেই পুরনো কথা স্কুল দিনের-
আড্ডা টা জমতো যখন ঘন্টা পড়ার আগে টিফিনের।