বন্ধু ফাহাদ!
বিপদে প্রথম বাড়িয়ে বন্ধুত্বের হাত-
চিনিয়েছিলিস সেদিন বন্ধুর জাত;
যেদিন ডোবার জলে খেয়েছিলাম ডুব।
আজ ও তুই আমার প্রিয় খুব।
মনে কি পড়ে না তোর সেই পুরোনো স্মৃতিগুলো-
অতীতের সেই সময়ের ডায়রিটাতে যেনো আজ পড়ে গেছে ধূলো।
যেখানে তোর আমার শৈশব কেটেছে বেশ।
এখন শুধু বন্ধুত্ব টাই অবশেষ।
বল না আমি আজ ও কেমন করে ভুলি-
তোর মিষ্টি কথার সব আঞ্চলিকতার
বুলি।
তুই যে ছিলিস আমার ছোট্ট বেলার খেলার প্রিয় সাথী-
হয়ে আমার কখনো আবার তুই ছিলিস প্রতিবাদী।
সময়ের সাথে হয়তো বদলেছি কিছুটা আমি-
তবু আছিস তুই বন্ধু আজ ও ভীষণ দামী।
রোল টা ছিলো আমার এগারো ,আর তোর টা বারো,
হয়তো ছিলো কিছুটা চারিত্রিক ব্যবধান তবু বন্ধন টা ছিলো গাঢ়ো।
লোক মুখে আজ যখন শুনি-
বন্ধু তুই আমার বড্ড গুণী।
হৃদয়ে লাগে যে সুখ আর আনন্দ-
নয়তো তা মন্দ।
কতো ই না করেছিস তুই বন্ধু জনকল্যাণ-
তবু যেনো হয় নি তোর মুখের হাসি একটু খানি ম্লান।
তুই করেছিস জয় শত-সহস্র মানুষের মন-
গড়েছিস সমাজের জন্য বিজয় সংগঠন।
দেশের জন্য তোর যেনো সকল সংগ্রাম-
সকলের হৃদয়ে তাই গেথে আছে তোর ই নাম।
তোর মাঝে দেখেছি আমি আগামীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর -
ধরে রেখে আদর্শ ,তুই বাড়িয়ে তোল তোর কন্ঠে প্রতিবাদী সুর ।
মাঝে মাঝে মনে হয় আমি হয়ে গেছি তোর খুব পর-
আগের মতন আমার নিস তেমন কোনো খবর।
আমাকে ভূলে আছিস কি ভালো তুই?
শত ব্যস্ততার ভীড়ে-
একটু দৃষ্টি ফিরে;
যদি সুযোগ হয় জানিয়ে যাস এটুকুই।