আমাদের বাড়ি
  
ঘন সবুজের মাঝে-
সেথায় মাথা উঁচিয়ে আছে;
মোদের আপন বাড়ি-
তার চারপাশে-
ডানা মেলে পাখি ভাসে;
রোজ সারি-সারি।

নদী বয়ে যায়-
ভরা বর্ষায়;
বাড়ির উঠোন জুড়ে,
সেথায় করে চলাচল-
সব পাতি-হাঁসের দল।
সারাদিন ঘুরে ঘুরে।

শরতে উঠে-
কাশ-ফুল ফুটে।
পথের বাঁকে বাঁকে,
শীত এলে-
ডানা মেলে;
অতিথি পাখি আসে ঝাঁকে ঝাঁকে।

বসন্ত কালে-
গাছের ডালে ডালে;
গজায় নতুন পাতা,
ফোটে ফুল;
পলাশ-শিমুল-
কিবা বকুল সাদা-সাদা।

বৈশাখের ঝড়ে-
আমের মুকুল পড়ে;
জৈষ্ঠ্য মাসে গাছে-গাছে,
পাকে আম,জাম,কাঠাল-
পাকে আবার রসালো তাল;
রঙ্গীণ হয় বাড়ির উঠোন প্রকৃতির সাজে।