আমি কোনো নির্ভেজাল জীবনের প্রতিশ্রুতি দিব না-
পারবো না ধরে বেঁধে পূর্ণিমার চাঁদ এনে কোলে বসাতে।
মিথ্যে প্রলোভনে হাসাতে চাই না তোমায়, আমি;
ঝরে পড়া স্বচ্ছ বৃষ্টির ফোঁটার মতন স্বচ্ছ যে আমি নই।
হাজার রকমের কমতি আছে আমার এক জীবনে,
আছে শিরা-উপশিরায় বহমান নর্দমার দুর্গন্ধময় স্রোত।
যদি কাঁপুনি দিয়ে জ্বর বাঁধাই- এসে আঁচলে মুছো কপাল,
এক গাল হেসে দিয়ে ওষুধ হই-ও পাগলের বিস্মিত চোখে।
সীমাহীন ধূলিঝড়ে উড়ে যাওয়া ঘুড়িও তো হয় উন্মাদ-
ঠিকানা না জেনেই আকাশ ধরতে গিয়ে মুখথুবড়ে পড়ে।
তাই তোমাকে মিথ্যে আশ্বাস দিতে চাই না ফুলেল বাসর
যেমনটা চাই না কাঁটার বিছানায় কখনো ঘুমাতে দিতে।
আমি তোমাকে এক জটিল জীবনের সমীকরণ দিব,
সকাল-দুপুর-সন্ধ্যা'র নিয়মে নিয়ম করেই কাঁদলে নাহয়।
বুকের খাতায় হিসেব করে জমিও- গড়ালে অশ্রু তোমার
আমি ঋণ খেলাপি হয়েই মরে যেতে চাই;
তবু চাই না ভালোবাসায় খাঁদ থাকুক।
কলমেঃ রনি পারভেজ (কাবলিওয়ালা)
সময়কালঃ ১৩-১০-২০২৪ (বিকেলে)