আবারো যদি ফিরে দেখি
আমার পেছনের দিন....
নেই বেঁচে সে আমি, মরেছে কবেই
স্পর্শকাতর অনুরোধ বর্ণিল।।

আমাকে হ্যাঁ আমাকেই....
দেখতে নতুন, জানি খুব কষ্ট হয়?
বদলের দোলে বদলে যায়
চোরাবালি তোর আমার পরিচয়।।

দহন!!  
নারে..............নেই চিৎকার
দাবির মেয়াদ ফুরিয়েছে অকালেই
আজব কেন, ভেবে কারো দরকার।।

ফ্লাডলাইটের আলো হয়তো পারে
আঙ্গুল ফাঁকের আগুন সামলাতে,
ধোঁয়াশা মাঝে ওটা কুয়াশা নয়!!
নিভছে সব মনের শহর টাতে ...

এভাবে কেন ছেড়েছি এ মায়াটা
ভুলের বৃত্তে ব্যস্ত সময়ের ডাক ।
আমি আমিই.... প্রথম যেমন
ভেতরটা ঘুরে পরে ঘূর্ণিপাক।।

: রনি পারভেজ (#JD)