কোনো কিছুই গোছানো নেই
চাচ্ছিও না তা গোছাতে আর,
নির্লিপ্ত বাসনা আছে থমকেই
একা একাও হচ্ছে না সোচ্চার।
আছে যেন কত কথা বলা বাকি
মন গ্রন্থাগারের পাণ্ডুলিপি এক,
ঝড় হয়ে আসে যদি সে বৈশাখী
তাই একটু হয় ভীতির উদ্রেক।
হ্যাঁ, মানিনীরে ভয় পাই ভীষণ
সংকোচ করিনা স্বীকারোক্তিতে,
ঈশানের মেঘ সব বাড়ায় কাঁপন
ডোবায় আরো ঘোর অস্বস্তিতে।
ছড়িয়ে ছিটিয়ে আছে স্বপ্ন কিছু
আঁচলের ঝাপটায় উড়ে না যায়!
তখন আমি নিব কোনটার পিছু
সম্মুখে যে তার দৃশ্যত অসহায়।
হাসিমুখ তার মলিন হয়ে এলে
এক অপরাধবোধ অনুভব করি,
খুন হয়ে যাই চোখে অশ্রু গড়ালে
"যাব না" বলে বুকে জড়িয়ে ধরি।
বুকের মালিকানার গোটাই তার
মায়ার দেবী হয়ে সে তিলোত্তমা,
ঐ একের প্রেমেই পড়ি বারবার
আমার পবিত্রার কি দিই উপমা?
কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ৩১-০৩-২০২৪ (বৃষ্টিস্নাত সকালে)