ফেরা হলো না আর
পথ চেয়ে বসে থাকা ক্ষণিকের নীড়ে,
মিথ্যে সুখের আবরণে কয়েদির জীবন
মুক্তি পেতে হারায় কিনা বহুরূপীর ভীড়ে।
এ পথে কত এগুলো মানুষ
বৃষ্টির জলে ধুয়ে যায়নি মৃতের পদছাপ,
যার অবহেলার লেলিহানে পুড়ছে হৃদয়
তাচ্ছিল্য করে পোহায় হেসে শিখার উত্তাপ।
যেন উপভোগ্য ছিলো গোটা জীবন
তাই তো জ্বালিয়েছি নিজেকে নিরন্তর,
সময়ের আয়োজনে পুতুল খেলার ছলে
কে হলো আপন কার কে-বা হলো পর।
অনুভবের তীব্রতা জেনেও যখন
ছেড়ে যাওয়া যায় অধিকারের নাম,
টাকার নোট পকেটের ঠিকানা বদলালে
মালিকানা বদলায় দুনিয়ার তামাম।
আমাকে কেউ কেনেনি
আমি অবিক্রীত........
____কাবলিওয়ালা