আবারো দেখা হয়ে যাবে
অচেনা কোনো চোরাগলি প্রান্তে, তুই রিক্সায় চড়ে
হয়তো আমিও দাঁড়িয়ে থাকবো বাসের অপেক্ষায়
ছাতা হীন একা একা, বৃষ্টি থাকবে আকাশ জুড়ে।।
আমি দেখেও না দেখার মত, তোকে দেখিই নি
রিক্সা অনেকটা এগুলেও তাড়াহুড়ো করে থামাবি
আবার চলেও যাবি দুর্দান্ত আবহে
মাঝখানে শুধু একটা রটনা ঘটিয়ে যাবি।
অসার দৃষ্টি দাবি করে অধিকারের
বুকফাটা চিৎকার টা বৃষ্টির জলে মিশে জল হয়ে গেছে
সে-বার আর জড়তা না বরং ধৈর্যের বাঁধ ভেঙ্গে
টু শব্দটাও হবে না নির্বিকার আলগোছে।।
ফেলে দিয়ে ছাতা মাটির বুকে
কি বুঝাবি বল আর, যেন আমিই স্বার্থপর
আমিও হাঁটবো শুধুই হাঁটবো গন্তব্যের বাইরে
ফিরে তাকিয়ে দেখিস ছাতা পড়ে আছে মাটির উপর।।
: রনি পারভেজ (#JD)
২২/০৮/২০২১