কে জানতো বলো;
নিঃশ্বাস নিতেই ভুলে যাব ঐ চোখে চেয়ে?
যেন জীবন্ত কবিতার ছন্দ মিটমিট করছে-
আর আমি অসাড় হয়ে করছি প্রাণের আকুতি!
তুমি ফিক করে হেসে নাড়িয়ে দিলে,
পেলাম বুকের মণিকোঠায় পুলক দীপ্ত অনুভূতি!
এ যেন হাজার জন্মের প্রতীক্ষার সমাপ্তি;
একটা মুখ- নিগূঢ় অমাবস্যায় পূর্ণিমা এনেছে।
স্তব্ধ সময়েরা সাক্ষী মহাকালের পৃষ্ঠায়
গুনেছি একার প্রহর, হারিয়েছি ধৈর্য্য কত।
তুমি সেসব জানো না- লাভা উদগীরণের ঢল
লাগাতার লড়তে গড়তে হয়েছি ক্ষতবিক্ষত।
এইযে তুমি হাসছো,
নিমিষেই কষ্টগুলো কর্পূর হয়ে যাচ্ছে উবে।
আমি তোমাকে আজন্ম চাই পাশে
কাছে রাখতে চাই বুকের নিঃশ্বাসে প্রশ্বাসে।
[ কাবলিওয়ালা ]
১২-০৫-২০২৪ (সকালে)