ওহ! তোমাকে তো বলা হয়নি,
আসলে আজকাল সময় হচ্ছে না আমার একদম।
কি যে ব্যস্ততা জীবনের আর ভালো লাগছে না
তবুও দ্যাখো সাক্ষী দাঁড়িয়ে গাছটা কদম।
মনে তো আছে নিশ্চয়ই সেই বৃষ্টির সকাল-
দুটো কদমের ফুল নিয়ে হেঁটেছিলাম পিছু?
তুমি অশরীরী হয়ে পা ফেলোনি কাঁদা মাটিতে
তাই হয়তো ঠিকানার নামে পাইনি পদছাপ কিছু।
আজকে কদমগাছটা কেটে ফেলা হবে
বিস্মৃতির শেকড় যত গিয়েছিল জমির ভেতর।
মেঠোপথ বিবর্তন ছুঁয়ে মহাসড়ক হবে নাকি
তারই একটু জায়গা দিতে এমন তোড়জোড়।
তুমি তো এ যাতনার রেশ পাচ্ছো না
যেনো নদীর গর্ভে বিলীন হচ্ছে পাতানো সংসার!
কবে স্বরূপে আবির্ভূত হয়ে সামলে নিবে-
কবে আমি দেখবো সোহাগে মুখটা তোমার?
তোমাকে তো বলা হয়নি-
কত কথা বলা হয়নি বাঁচালতা নিয়ে,
কদম গাছের মতো যদি হয় কপালের ফেড়
তোমাকে জড়ানো অনুভব তাই তুলে ভাবিয়ে।
কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১০-০২-২০২৪ (দুপুরে)