এ নির্ঝরি বায় নীলাভ আভায় -
তিমির রাতির শশাঙ্ক কি দীপ্ত!
শরীরের কায়া সে নিসর্গ বেহায়া
জোছনায় হয়েছে একাকী সিক্ত।
বুভুক্ষের খুদা চাইছে অমৃত সুধা
চুমুর আদর এবার আল্পনা হোক,
কোথায় পালকি আগুনে ফুলকি
দু'চোখ জুড়াতে তাকাব অপলক।
আলতো স্পর্শে কাঁপা কাঁপা হর্ষে
আঙুল চিনবে মেঘকেশি ঠিকানা।
শুঁকে নিতে সে ঘ্রাণ জীবনের ত্রাণ
বজ্রনির্ঘোষে ভাঙ্গুক প্রহর কল্পনা।
শখের কানামাছি পথ চেয়ে আছি
বাহুডোরে ঝাপটে আঁচলে লুকাক,
গুনগুনানির গানে মান অভিমানে
মধুময়ি হয়ে উঠুক আস্ত মৌচাক।
এ নির্ঝরি বায় নীলাভ আভায় -
এত যে ডাকি হয়না কাজের কাজ।
ভাঙ্গেনি বুঝি ঘুম আকাশ ছুঁয়ে দ্রুম
নাকি ইচ্ছে করে শুনেনা আওয়াজ!
আলতার পায় কিছু বেলীর খোঁপায়
কালির পরত মেখে সে কাজলমণি,
ঘুমালে ঘুমাক বুক পাঁজরও ফাঁক
ইচ্ছের মালিক আমার- সে মহারাণী।
২৭-০৫-২০২৪ (রাত্রে)
[ কাবলিওয়ালা ]