তাকে আমার ভালো লাগতো
ভীষণ ভীষনভাবে ভালো লাগতো
আমার চিত্তে অনুভূতির শুভ্র নির্মল কাশ ফুলে
সে লাগাতার ইচ্ছাখুশীতে আঁচড় কাটতো।।
আমি খেই হারিয়ে যাওয়া দিন গুলোর কথা মনে করি
পড়ন্ত বিকেলের নির্বাক চোখের ভাষা বুঝিনা আর,
তখন ওরকম বয়েস হয়নি কি না, তাই হয়তোবা
অস্তিত্ব খুঁজে পায়নি তরতাজা প্রমিত আবদার।।
তাকে আমার ভালো লাগতো
খোঁপা মাথার ফুলের বিনুনিতে শতবার মোহিত হয়েছি
হৃৎপিণ্ডে চট জলদি ধর পাকড়াও কাণ্ড ঘটেনি এমনটা না
বাম বুকে হাত রেখে অসাড় দেহে মাটিতে হাঁটু গেড়েছি।
চোখের স্থির আত্মসমর্পণ, সে কি অসহায়ত্ব!
আমাকে খুন করেছে ঠিক আমারই অজান্তে,
আত্মজার এতটুকু টলমল নির্বুদ্ধিতা প্রকাশে
স্বপ্ন বুনেছিলাম সে আমার এই বিশ্বাস মানাতে।
দিন গড়িয়েছে আর প্রকাণ্ড কথার জমাট লাল রক্ত-
দানা বেঁধে পাথর হয়ে হাওয়ার ঘষায় ক্ষয়ে ক্ষয়ে যায়,
একটা প্রেমিক সে জানে না এ কিসের যন্ত্রণা
কি তার ব্যাখ্যা? কাকে দেবে এ মন ভাঙ্গার দায়।।
ভালো লাগতো
তাকে আমার ভীষণ ভীষনভাবে ভালো লাগতো
অবলীলায় তার আসবার পথে আড়ি পাতা দিন
যতদূর দেখা যায় তার পিছু দৃষ্টি ছুটা থাকতো।।
বৃষ্টি বাদলার দিনে তার আহ্লাদী শাসন, সে কি ভুলা যায়?
বৃষ্টিতে ভিজে জ্বর করলে দেখবেটা কে!
যত্ন তো দূর, এখন শিক কাবাব মহড়া বৃষ্টি আভায়
যদি হৃদয় পুড়ার গন্ধ পাওয়া যেতো বাহির থেকে।।
তবে সত্যি তো এটাই
ভালো লাগতো কথাটা ভালোবাসি হয়ে রয়ে গেছে
ভালোবাসার অতীত বলে কিছু নেই কাল সুত্রে
কেমন প্রেমিক সে, যে ভালোবাসতাম বলেছে।।
: রনি পারভেজ (#JD)
16-03-2021 (8:48pm)