কিছু বিষাদ হোক পাখি
ডানা মেলে মেঘের দলে মিশে যাক,
খুঁজে আসুক নীল রঙ, যার শুভঙ্করের ফাঁকি
আষাঢ় জড়া চোখে যার কেটে গেছে বৈশাখ।

মনের আক্ষেপ আজ বেদুঈন হোক
তপ্ত বালিতে পুড়ে যাক পা,
পিপাসা অনুভূত নেই যে তৃপ্তির ঢোক
বিষাদে রক্তাক্ত হৃদয় তার শুকায়নি ঘাঁ।

কিছু বিষাদ হোক পাখি.......


লেখকঃ রনি পারভেজ (#JD)