ভেসে যায়
এ অবেলায় স্মৃতি সব জোনাকি
মনে চায় সে আলেয়ায় পিছু হটা যাবে কি?
কে যে হায় ইশারায় জ্যোৎস্নার নীলাভে
ডেকে যায় ছুঁতে চায় সাড়া দেই কিভাবে?
বিধির খেল
এ বিকেল গড়িয়েছে শেষমেশ
স্বপ্ন অঢেল জ্বলে ক্যান্ডেল এইতো আছি বেশ।
কেন আর বারবার মিছে ডাকা অহেতুক
গচ্ছিত ধন হৃদয়ে এখন আর না হারাক প্রেম সিন্দুক।
কলমেঃ রনি পারভেজ (#JD)