সুঁই দাগা___/
তুমি তো আর আমারে চাও নাই, চাইছ যা শান্তিটুকুই
বিনি সুতোয় স্বপ্নের দাগা দাগছো আমারে বানায়া সুঁই।
কি সুন্দর নকশা ছিলো, কত নিখুঁত কারুকাজ হাতের
আঙ্গুল ফুটানোর দায় আমার, দায় মানি সব আঘাতের।
তীক্ষ্ণ খোঁচায় যতবার আহত হইছ, ততবারই অপরাধী
এজন্যি কত অনুনয়ের সুরে আমারে সাজা দিতে সাধি।
সাজা দিলা না, টেনে নিলা মায়া জড়ানো সুতোর কোন
তেলে চুবালা, দিলা সমাধি সলীল মুছে আদর আলিঙ্গন।
আমি যে তোমারে স্মরণে রাখি, পাষাণে বাঁধি এ পরাণ
না জানি কখন আমারে দেখলে বাড়ে তোমার আনচান।
রোজের ভীতি আবার যদি তেলে মাজলে ভেজা চুলে
চোখ পড়ে গেলো হাতের তালুতে আমি জলদির ভুলে!
মেহেদীর চাকতিটা এত কেনো লাল, বেসামাল যে হই
শান্তিতে থেকো মম লিপ্সার ভূমে আমি যে তোমার নই।
কলমেঃ কাবলিওয়ালা (২৪-০৩-২০২৫ রাতে)
© www.bangla-kobita.com/Kabuliwalah