নিঃসঙ্গতার গল্প ......
কোনো নিঃসঙ্গ পথিকের গল্পে
আপ্রাণ প্রচেষ্টার কিছু কথা অল্পে,
হেয়ালি অজুহাত, সে যে দায়বদ্ধতা
আকাশ কুসুমের শত দুটানার চিন্তা।
অবারিত মনের সোচ্চার অনুভূতি
কালচে আধার তার থমকানো গতি,
এক পা - দু পা যাওয়া হেঁটে কিছু দূর
যেতে যেতে বুঝা ভার রাস্তা বন্দুর।
তাই শেষে ঠাঁই দাঁড়িয়ে থাকা
আলো জ্বলার অপেক্ষায় একা একা,
হয়তো নয়তো দিয়ে ঠাসা দুনিয়া
তব সঙ্গী পথের বাকে নিজের কায়া।।
আলো ফুটুক পরে দেখা যাবে
মনের আবদারে কে শেষে কাকে পাবে,
তখন হয়তো পাল্টাতে কিছু
ভয়ার্ত কিছু আর নেবে না পিছু।
সীমারেখায় আটকে থাকা ইচ্ছে প্রবল
সাহস জুগিয়ে বলবে আয় চল সামনে চল,
ঋণ চুকিয়ে জীবনের কিছু করা হবে শেষে
আজ না কাল দেখিস ভালোবেসে।।
কলমেঃ রনি পারভেজ (#JD)
সমকালঃ ১২-০৩-২০১৮