সঞ্চয়নী___/

গাল মুখ ফুলিয়ে যে, ঘটনা কী?
এই মেকি স্বভাব আর ফুরবে না তোমার?
তাকাও আমার দিকে! ঐদিকে কী?
দেখি দেখি কী বেহাল দশা করেছ মুখটার।

আমার জ্যোতির্ময়ীর মুখে দ্যুতি নেই কেনো?
ঘুমাওনি ক'রাত? চোখে ছেয়েছে কালি, কেঁদেছিলে?
কী বলো কিছু, আমি শুনবো অভিযোগ সব
বুক পেতেছি তো- রাগ মেটাও না কয়েক কিলে!

নাকি চুড়ির ঝুনঝুনে মায়া বেশি, হুমম?
এখনো চুপটি বসে আঙ্গুলে গোটাচ্ছ আঁচলের কোণ।
আঘাত করতে বলি- করবে না, তো জড়িয়ে ধরো
আমি না তোমার ব্যক্তিগত একান্ত আপন?

" আমি আপন আপনার? "
আপন নও তো কী? এপার ওপার দুপারের অধিকারী!
জীবনের জটিলতায় আটকে তো যাই, জানোই
তা না হলে কী বলা কথা ফেলতে পারি?

নিয়ে যাব ক্ষণ আজ বিকেল হলে
পাওনা তোমার পুষিয়ে নিও যা ইচ্ছে তাই।
আর মান করো না, আমার অশান্তি লাগে
বুকে আসো দুদণ্ড শান্তি পাই, ক্ষমা চাই।

হ্যাঁ, আমি মানছি সময়ের ভাগ যথারীতি দিই না
দিই না উত্তর যখন খুব করে মনে করো,
আমি যে অত সংসারী নই যতটা সঞ্চয়নী তুমি
বেহিসাবি আমাকে কী ক্ষমা করতে পারো?

পারো না?

কলমেঃ কাবলিওয়ালা (১৭-০৩-২০২৫ রাত্রে)
© www.bangla-kobita.com/Kabuliwalah