সম্মানিত_______

বুঝি এই প্রাপ্তি স্বীকার
যাওয়ার পথেই বলতে হলো?
বুঝি এই চাঁদের বদন
অনিচ্ছাতেই খেই হারালো?
তুমি বললে না তা, বলার কিছুই
কেনো প্রকম্পনে ঠোঁট কেঁপেছে!
কোন বিষাদের কাজল রেখায়
চোখ দু'টোতেও বেশ কেঁদেছে।
আমি পাইনি তার হদিস কোনো
কে ভেঙ্গেছে শখের চুড়ি,
কোন কাননের ফুলের ঘ্রাণে
ভাঁজ খুলেছে নিপাট শাড়ি!

আমি জানবো না সব অসম্ভবের
চুকে গেছে মায়া সেই বেনামের,
কেটে গেছে ঘোর এক উত্তরের
"মনের মানুষ" সে কোন জীবনের?

আজি অবাঞ্ছিত মানুষ যখন
বলি শোনো না মেয়ে, ও 'তিলোত্তমা';
তুমি যুদ্ধ লড়ে হেরেই দ্যাখো
আমার বরাবরি কেউ পারবে না।
হয়তো বেশি নয়তো-বা কম
কেউ আমার মতোই পাগল না তো।
তাই নিজেই নিজের খেয়াল রেখো
চাঁদ মুখি তার চাঁদের মত।
জানি ডাকবে না পাশে ক্লান্ত হয়েও
জানতে না আমি যোদ্ধা কেমন?
জানতে সবই ছিলে পরিচিতা যে
দুনিয়া জ্বালাতাম দিলে অনুমোদন।

তুমি ধ্বংস চাওনি আলোড়নে
একা শান্তি খুঁজেছ সংগোপনে।
কি আর হবে তাই এক জীবনে
দায় না আসুক কারো সম্মানে!

তুমি মহারাণী হও সম্মানিত......

___কাবলিওয়ালা (১০-০১-২০২৫ মাত্রই)