সমাধান___/

এতকিছুর পরও;
তুমি তোমার মতন রইলা আর আমি আমার মতন।
কেউ এতটুও বদলাই নাই আপন ভাইবা একে-অপররে
উল্টা মনোবাসনার বিপরীতে অযুহাত দেখাইছি সারাক্ষণ।

ভালোবাইসা যদি বেহায়া হওনই না যায়;
তাইলে ঐ ভালোবাসা জমানি শিশির ঘাসের আগার।
রৈদের সাক্ষাতের আগেই যে পলায়, দুপুর অনেক দূর;
কও কেমনে টিকবো অভাব অভিযোগে পাতানি সংসার?

তুমি আদর চাইতা যত্নআত্তির;
আমি মোমবাত্তির আলো খুঁজতাম আমাবস্যার রাইতে।
গোল দুনিয়ার আবোলতাবোলে না হইতো যদি দেখা
এমনেই দুইজনে ভালো আছিলাম এই দিবাস্বপ্নের চাইতে।

ধূসর বালুর মাঠ আমার বুকের পাটাতন
আর তুমি আছিলা সতেজ ফুলের মহিনী আশকারা।
অত দামী ফুল রাখার মতন নাই জায়গা মরুর বুকে-
সবুজের আক্ষেপে তাই গুনছি রাইতে আকাশের তারা।

বিধির বিধান যা হওনের হোক
অন্তর্যামী তিনি আত্মার মালিক জানেন অন্তরাল।
মিললে মিলাইবো না মিলাইলে নাই
আত্মার খোরাকি তা তো পরমাত্মার কামাল..........!

তোমার আমার কি কও?

কলমেঃ কাবলিওয়ালা (১৮-০২-২৫)