কি আর হচ্ছে ওসব শব্দের ঝনঝনানিতে-
কবিতার পাতা জুড়ে আপনার মুখচ্ছবি হাসে।
যদি বুঝতেন শব্দের যত্ন কতোটা নিস্প্রভ হয়
তাহলে ছিঁড়ে উড়াতেন না দিকভ্রান্ত বাতাসে।
শব্দ গেঁথে যত্ন নিই বলে আমি বেরসিক নই
শুধু দূরত্বের পরিধিতে আজো ছুঁয়ে দেখিনি,
ছোঁয়ার আগেও অনুমতি চাইবো, সম্রাজ্ঞী যে
আমার মুল্লুকে আপনি সোহাগি কত সম্মানি।
পৃথিবীর সবচে দামী যত্ন মুখের কথার নিয়ন্ত্রণ
অনিয়ন্ত্রিত কথার আঘাতে আত্মাও মরে যায়,
কথার পিঠে কথা চেপে গড়লে আলাপচারিতা
শব্দের অযত্নে কথারা শেষে কলহের নাম পায়।
বিবাদের প্রাচীরে সুখের প্রাসাদ বানিয়ে নিলে
মাটি নড়লেই হুমড়ি খেয়ে লুটিয়ে পড়ে জীবন,
আপনিও আমার জীবন হন আষ্টেপৃষ্টে জড়িয়ে
আঘাতের প্রশ্নে এজন্যই আমি শব্দে সচেতন।
শব্দের অযত্নে আঘাত পেলে আমার কষ্ট হবে
জ্যোতি মুখ ম্লান হলে আকাশের নীল চুরি যায়।
কালো মেঘের ঝড়-তুফান যে প্রলয়ঙ্করী নিশ্চিত
আমি তার পরিনতি জানি বলেই ডুবেছি চিন্তায়।
কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৭-০৩-২০২৪ (সকালে)