এভাবে আসলে হয়না, জানো-
হয়না দিগন্তের সীমানা টেনে সুখের নিশ্চয়তা।
জীবন অনিশ্চিত যাত্রার এক অসম্ভবের নাম
'সব ঠিক হবে একদিন', বাড়ায় তিলে তিলে তিক্ততা।
কিছুই ঠিক হয় না দিনান্তে অতঃপর;
হাহুতাশ বুকের নিভে নিভে জ্বলে, পুড়ে সিজদাহ্'র স্থান!
সবজান্তা যিনি সব জেনেও বেশুমার নিরবতা ভাঙতে
উল্টো চান বাকির হিসাব, আয়ু হতে চললো নিঃপ্রাণ।
ক্ষণিকের জীবনে কতো শত চাওয়া পাওয়া-
চাওয়ারা গিয়ে আকাশ চুমে পাওয়ার তাক খালি।
অভিযোগ আর অনুনয়েই কালো চুল পেঁকে সাদা
অবাঞ্ছিত দিনগুলো কেটে হলো জীবনেই জোড়াতালি।
কই সুখী হওয়া হলো না তো;
হলো না শান্ত গোলাকার পৃথিবীর এতো গোলযোগ!
কেউ মরছে, কেউ মারছে, কেউ হাসছে অবলীলায়
কেউ আবার দোয়ার দরখাস্তেই চাক্ষুষ দেখছে দুর্ভোগ।
এখন বলো কোথায় সীমানা টানবে?
এপাড় ওপাড় কোথায় খাটাবে অধিকার?
কলমেঃ কাবলিওয়ালা (০৬-০৪-২০২৫ মাত্রই)