আমার এই পার্বত্য শহরে;
কোনো ঝর্ণা নেই জানো তো?
তোমার চোখের পাড় ঘেঁষে গড়ানো নোনা অশ্রুপাত-ই
যা একটু ভূকম্প নিয়ে আসে বুকের বামে।
আমার আজন্মকালের আক্ষেপ-
আমি দূরত্ব গুছিয়ে কাজল পরাতে পারিনি!
পাহাড় তো! না নড়তে পারি আর না আগাতে;
প্রচণ্ড রকমের অভাব পেয়ে বসে তোমার, আমার।

তুমি কি জানতে না-
এই নশ্বর জীবনের প্রাপ্তি যা সব শূন্য?
শূন্য হাতে আসা-যাওয়া মিছিলের আমিও একজন?
মীমাংসিত সত্য মেনেই ভালোবাসি,
তুমি দ্বন্দ্ব বাঁধিয়ে অন্ধ করে দিলে।
আমার যে আর কোনো রঙ ভালো লাগে না।
তুর পাহাড়ের মতন ঝলসে যাচ্ছি অবলীলায়,
একটাবার প্রাণ ভরে দেখতে তো দাও;
                                        মৃত্যুর আগে!


:কাবলিওয়ালা
৮-১০-২০২৪ (সন্ধ্যা)