নিদারুণ বিরহ সাদা কাফনের
শেষ দেখাটাও রঙিন হলো না!
তারপরও লাল গোলাপের ফুল
আমি মূর্ছা গেছি জেনেও-
          সে বিলাপে জানলো না!

এই যদি হলো ভালোবাসা নাম
বদনাম যত সব আমার হোক।
দম ফুরানোর সাতেক মিনিট
নিজ হাতে বুজিয়ে দিও চোখ-
           অপলকে ঘুচে যাক তৃষ্ণা!

কলমেঃ কাবলিওয়ালা