তুমি আমার খুব গোপন একটা কষ্ট
জীবিত লাভা নিয়ে যদি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হই
তবে তো সেটা প্রলয়ঙ্কারী হয়ে যাবে মুহূর্তে......
আমি সেটা চাইনা অন্তরীক্ষে হয়ে সচেষ্ট
সেটা চাই না যা কিনা দুমড়েমুচড়ে দেয় ভেতর স্বভাবেই
পাখা ভাঙ্গার ভয়ে যাইনা তাই প্রজাপতি ধরতে.......
বস্তুত, অধিকার নিয়ে কি করে বলি, "আমার মানুষ! "
আমার দাবীতে আমার কাছে আগে আমাকেই প্রয়োজন,
নিজের কাছে নিজের অপ্রতুলতার আফসোস
তাই যত্ন ভরে এড়িয়ে চলি রক্তজমাট ভালোবাসা এখন।
তুমি আমার খুব গোপন একটা কষ্ট-
আঁকড়ে রাখার প্রগাঢ়তা মাঝে বাধ্য হই ছেড়ে দিতে,
তাই চাইলে কাজল চোখে নির্দ্বিধায় পার অযোগ্য বলতে.....
পথহারা পথিক যে নিজেই পথভ্রষ্ট
ইচ্ছে সত্যেও মুখে অনিচ্ছা প্রকাশ সফর সঙ্গী নিতে,
সূর্যের তাপে কুয়াশা মিলালে যদি; এক দু পা চলতে চলতে.....
এত অনিশ্চিত ভবিষ্যত দিতে পারে না সুখ
তুমি সুখ প্রত্যাশি হবে বলেই আমি ব্যর্থ সেখানটায়,
আর যদি আমাকেই চাও থেকো না দুনিয়ায় উন্মুখ
আকাশ কভু হারায় না কালো মেঘের ঘনঘটায়।
কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ০১/১২/২০২২ (ভোর রাতে )