বসন্তে তুমি উৎফুল্ল থাক ফুলের সুভাস পেতে;
কত গাছ তার পাতা ঝরালো, মনোযোগ দিতে।
শুধু ফুল নিয়ে মেতে আছো ভুল ঝরালে না আর
গুরুত্ব দিলে কচি অঙ্কুরে হতো পুনর্জন্ম আবার।
এক জীবন সমান্তরালে আর কতদূর চালানো যায়
কখনো ছেদ করো আক্রোশ, ঝাপটে নিও আত্মায়।
ভুল সব দানা বেঁধে অতিকায় কোনো পর্বত হলে,
ব্যবচ্ছেদের আলোর ছায়াও সুদীর্ঘ হয় বিকেলে।
আমার কষ্ট তোমায় না ছুঁলে জীবনের সঙ্গী কেন-
তোমার কষ্ট আমায় না ছুঁলে আমি কাপুরষ যেন।
তুমি রঙিন হও, কস্তুরি ঘ্রাণের মাদকতা খোঁপাচুলে;
ধূসর শহরে সাহস যুগিও যেন দাঁড়াই অঙ্কুর মেলে।
আমি আবার সবুজ হতে চাই........
কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৩-০৩-২০২৪ (সকালে)