পথ চেয়ে আছি____/
এই নিষ্ফলা প্রান্তরে সবুজ নেই;
তুমিও বানের জলে রেখে যাওনি প্রেম মেশানো পলি।
অযত্ন আর উপেক্ষার হুল ফুটিয়েছ সারা গায়
আমার যাতনার গল্পগুলো কারে আর বলি।
এসো, শোনো না মেয়ে দুর্ভিক্ষের কথা
বুভুক্ষের প্রাণ দ্যাখো না কঙ্কালসার হলো!
তোমার হাতের তালুর স্পর্শে স্পন্দন ফিরে প্রাণে
চোখে তাকালে কেটে যায় অমানিশার যত কালো।
জানি চাঁদমুখি একবার হাসলেই হলো
পাখপাখালিও নেচে গেয়ে খেই হারাবে বনে।
আমি আদম জাত- পেয়েছি নশ্বর জীবন
চাষের জমিনটুকুও ভাটিনি জনে জনে।
লক্ষ্মীর আসায় পথ চেয়ে আছি
কবে ঝাপটাবে বুক এসে ঝুম বাদলের পায়।
অতঃপর মরু-প্রান্তর টাঙালে ফুলেল শামিয়ানা
জীবনীফুল গেঁথে দিতাম গুচ্ছ চুলের খোঁপায়!
___কাবলিওয়ালা (০১-০২-২০২৫)